Ei Pujote Tai Sudhu Tomai Chai - Mohammed Irfan&Ankita Bhattacharya

Mohammed Irfan

Ankita Bhattacharya

专辑:《Ei Pujote Tai Sudhu Tomai Chai》

更新时间:2025-05-26 23:01:13

文件格式:flac


Ei Pujote Tai Sudhu Tomai Chai - Mohammed Irfan&Ankita Bhattacharya 歌词

ষষ্ঠীর সকালে

তোমায় প্রথম দেখতে পাওয়া

চোখে চোখে কিছু কথা

কিছু বাকি রেখে যাওয়া

আমার বুকের ভিতর

বাজলো ঢাকের বোল

আমার দুগ্গাপুজোর আকাশ জুড়ে

তোমার কোলাহল

এবার পুজোয় তাই, শুধু তোমায় চাই

পাগল করে তোমার মুচকি হাসি

ধুনুচির নাচে, ভালোবাসার আঁচে

জমবে প্রেমের গল্প পাশাপাশি

সপ্তমীর ভিড়ে

হাত রেখে তোমার হাতে

যেদিক দুচোখ যায়

হাঁটবো দুজনাতে

আমার একলা উদাস মন

আজ খুশিতে ভরপুর

তোমার খোলা চুলের খুনসুটিতে

শুনি আগমনীর সুর

এবার পুজোয় তাই, শুধু তোমায় চাই

পাগল করে তোমার মুচকি হাসি

ধুনুচির নাচে, ভালোবাসার আঁচে

জমবে প্রেমের গল্প পাশাপাশি (2)

অষ্টমী এলো

চলো অঞ্জলী দিয়ে আসি

তোমার নতুন শাড়ি নতুন সাজ

ভীষন ভালোবাসি

আমার নবমীর বিকেল

মনের ভেতরটা আনচান

এগিয়ে এলো মায়ের বিদায়

বিসর্জনের গান

আসছে বছর আবার

আমরা থাকবো অপেক্ষায়

সুখদুঃখের জীবন জুড়ে

চাইবো যে তোমায়

এবার পুজোয় তাই, শুধু তোমায় চাই

পাগল করে তোমার মুচকি হাসি

ধুনুচির নাচে, ভালোবাসার আঁচে

জমবে প্রেমের গল্প পাশাপাশি (2)