Khamokha - Rishi Panda

Rishi Panda

专辑:《Khamokha》

更新时间:2025-06-03 19:33:38

文件格式:mp3


Khamokha - Rishi Panda 歌词

দেখো খামোখা কত ঝগড়া হলো

শুধু অযথা, দিন খরচা হলো

এ শহরের কোলাহলের

গান বানাতে তুমি পারো

রাগ ভাঙানো কোন রাতে

মনে কোরো

সে ডিসেম্বরে,শীতের রাতে

একসাথে গোপনে

প্রতি শুক্রবার পাড়ায় দেখা

শুধু দুজনে

ভাললাগে না, বিকেল বেলা

হাঁটতে একাকী

আলো জ্বালে না, সন্ধ্যে বেলা

কোন জোনাকি

এই ভিতু মনে সংশয়

শীত, গ্রীষ্ম, বর্ষায়

ক্যাফেতে হাতে হাত

সেই বৃষ্টি ধোয়া রাত

হত গল্প সব অজানা

রোজ নতুন বাহানা

আমার সাপ্তাহিক জামা

করতে না প্রতিবাদ

শেষ বাসের টিকিটে

শেষ সিগারেটে

হারাতাম অহ্ন ঠিকানায়

সেই নিয়ন মিছিলে

আলো ছায়া খুঁজে নিয়ে

দুটি প্রাণী একা অজানায়

তবু কেন খামোখা এত ঝগড়া হলো

শুধু অযথা, দিন খরচা হলো

এ শহরের কোলাহলের

গান বানাতে তুমি পারো

রাগ ভাঙানো কোন রাতে

মনে কোরো

সে ডিসেম্বরে,শীতের রাতে

একসাথে গোপনে

প্রতি শুক্রবার পাড়ায় দেখা

শুধু দুজনে

ভাললাগে না, বিকেল বেলা

হাঁটতে একাকী

আলো জ্বালে না, সন্ধ্যে বেলা

কোন জোনাকি